ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজে মুসল্লিদের ঢল দেখা গেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) জুমার নামাজের সময় মসজিদে মসজিদে এ ভিড় দেখা যায়।

এসময় শহরের নূর মসজিদ, ডিআইটি জামে মসজিদসহ অনেক মসজিদে স্থান সংকুলান না হওয়ায় সড়কেও চলে আসে মুসল্লিদের সারি।

এদিকে নামাজ শেষে প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।

নগরীর নূর মসজিদে নামাজ আদায় করা মেহেদী হাসান জানান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা ও দোয়া করেছেন আজ মুসল্লিরা। এ মাসে আল্লাহর বিশেষ রহমত পেতে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।