ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

রেনেটার ৩৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
রেনেটার ৩৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রেনেটা লিমিটেডের ৩৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ৯০৩তম কমিশন সভা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় রেনেটা লিমিটেডের ৩৫০ টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে। যার মেয়াদ ৫ বছর এবং বাৎসরিক লভ্যাংশ হারের রেঞ্জ ৯%-১০%। কোম্পানিটি প্রাইভেট অফারের মাধ্যমে এ শেয়ার ইস্যু করবে।

প্রসঙ্গত, এ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানি তার বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।