ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে ধারাবাহিক দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
পুঁজিবাজারে ধারাবাহিক দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

ঢাকা: পুঁজিবাজারে ধারাবাহিক দর পতনের কারণে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় তারা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে সাধারণ বিনিয়োগকারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, পুঁজিবাজারের দরপতন অব্যাহত রয়েছে। আমরা চাই যে সকল কোম্পানির শেয়ার ফেস ভ্যালুর নিচে রয়েছে সেগুলো বাইবেক করতে হবে। একই সঙ্গে ফোর্স সেল বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি। আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবিও জানিয়েছি। দরপতনের প্রতিবাদে আমাদের কর্মসূচি চলবে বলেও তিনি উল্লেখ করেন।
       
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসএমএকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।