চট্টগ্রাম: বিপিএলে তৃতীয় ম্যাচে একমাত্র জয়টি এসেছিল চিটাগং কিংসের পক্ষে। এরপর আরো দুটি ম্যাচে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল তারা।
খুলনা রয়েল বেঙ্গলস: ১৩৬/৫ (২০ ওভার)
চিটাগং কিংস: ১৩৭/২ (১৮ ওভার)
ফল: চিটাগং কিংস ৮ উইকেটে জয়ী।
দলীয় ৪৪ রানে দুই ওপেনার রবি বোপারা (১৩) ও নাঈম ইসলামকে (৬) হারায় চিটাগং। এরপর টেইলর ও রায়ান টেন ডয়েশ্চেট জুটি দাঁড়িয়ে যান। ৪৯ বলে সাত চার ও এক ছয়ে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন টেইলর। ডয়েশ্চেট ৩৪ বলে এক চার ও দুই ছয়ে ৪১ রানে টিকে ছিলেন।
খুলনার পক্ষে স্যামুয়ের বদ্রি ও সানজামুল ইসলাম একটি করে উইকেট পান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামে খুলনা। দলীয় ৪৭ রানের মধ্যে এনামুল হক জুনিয়র সাজঘরে ফেরান শাহরিয়ার নাফিস (৯) ও মিজানুর রহমানকে (১৭)। এর আগে রুবেল হোসেন তুলে নেন ওপেনার লু ভিনসেন্তকে (৯)। তিন উইকেট হারালে চতুর্থ জুটিতে ট্রেভিস বার্ট ও রিকি ওয়েসেলস ৪১ রান গড়েন।
১৭ বলে এক চার ও দুই ছয়ে ২৫ রানে এনামুলের তৃতীয় শিকার হন বার্ট। ওয়েসেলস সর্বোচ্চ ৩৫ রান করেন। ড্যানিয়েল হ্যারিস ২২ ও ফরহাদ রেজা ২ রানে অপরাজিত ছিলেন।
এনামুল হক জুনিয়র সর্বোচ্চ তিন উইকেট নেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম