ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।
 
এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়।

এরপর ১০টা ৪০ মিনিটে সূচক ২৩ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে ২৪ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে ২১ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে ২৩ পয়েন্ট বৃদ্ধি পায়।

বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ২৬৭ পয়েন্টে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৪৭৩ পয়েন্টে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ২৩ পয়েন্ট। লেনদেন হয়েছে মাত্র ৯৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৫৪টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- গোল্ডেন সন, তাল্লু স্পিনিং, জেনারেশন নেক্সট, আরএন স্পিনিং, সিএমসি কামাল, আরগন ডেনিমস, এস আলম কোল্ড রোল, লংকা বাংলা ফিন্যান্স, ডেল্টা স্পিনিং এবং প্যারামউন্ট টেক্সটাইল।
 
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৩৮৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৭৬৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করে।
 
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।