ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সূচকের সঙ্গে কমেছে লেনদেন

ঢাকা: মঙ্গলবার উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ মুহূর্তে তা ধরে রাখতে পারেনি দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। উভয় বাজারে দিন শেষে মূল্য সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।


 
এদিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইএক্স সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে ৮৪ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয় ৩৭৪ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ৮২ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৫৭ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ১০৩ কোটি টাকা কম।
 
বাজার বিশ্লেষণে আরও দেখা গেছে, মঙ্গলবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। এদিন বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক ৯ পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক ৭ পয়েন্ট বাড়ে, বেলা ১১টা সূচক ২ পয়েন্ট কমে যায়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে পর্যন্ত সূচক একই স্থানে থাকে। বেলা সাড়ে ১২টায় সূচক প্রায় ১৫ পয়েন্ট বাড়ে। এরপর টানা নিম্নমুখী প্রবণতার কারণে ১২টা ৪৫ মিনিটে আগের দিনের তুলনায় ৪ পয়েন্টের মতো কমে যায়। দুপুর ১টায় সূচক ৯ পয়েন্ট পড়ে যায়। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন শেষে ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- এ্যাপলো ইস্পাত, গোল্ডেন সন, জেনারেশন নেক্সট, আরএন স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, পদ্মা অয়েল, ডেল্টা লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেমিসন এবং লঙ্কা বাংলা ফাইনান্স।
 
অন্যদিকে, মঙ্গলবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষে সার্বিক সূচক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩০৮ পয়েন্টে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৫৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।