ঢাকা: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউজ মিকা সিকিউরিটিজের সচিবকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ।
বিএসইসি’র উপ-পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কোম্পানির সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ। এ জন্য গত ২৭ নভেম্বর শুনানি হয়।
শুনানিতে উপস্থাপন করা ব্যাখ্যা বিবেচনা করে কমিশন মিকা সিকিউরিটিজের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে সিকিউরিটিজ সংক্রান্ত সব আইন মেনে চলতে এবং তা লঙ্ঘন না করতে সতর্ক করেছে কোম্পানিটির সচিবকে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর