ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া (আইপিও) সহজ করণের লক্ষ্যে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব হালনাগাদ করতে বিনিয়োগকারীদের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ নির্দেশ পালন করতে বলেছে সংস্থাটি।
বিএসইসি এ নির্দেশনা জারি করে এরইমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
নির্দেশনায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) কাছে বিও হিসেবের হালনাগাদ তথ্য জমা দিতে বলা হয়েছে।
এ লক্ষ্যে এরইমধ্যে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, সিকিউরিটিজ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বিএসইসি। আলোচনার বিষয়টি লিখিত আকারে বিএসইসিতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
পরবর্তী সময়ে সবার মতামতের ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
এ পক্রিয়া চালু হলে প্রাথমিক গণপ্রস্তারের (আইপিও) সঙ্গে টাকা জমা দিতে হবে না। তবে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। পরবর্তীতে লটারিতে বিজয়ী হলে ওই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর