ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই কোম্পানির বোনাস শেয়ার বিওতে জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
দুই কোম্পানির বোনাস শেয়ার বিওতে জমা

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভূক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে তা তাদের বিও একাউন্টে জমা হয়েছে। কোম্পানি দুটি হলো- বিডি কম এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ।


 
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
 
বিডি কম: সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
 
আরও জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ৫৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৫ টাকা।
 
মিরাকেল ইন্ডাস্ট্রিজ: সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।
 
আরো জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির মুনাফা হয়েছে ২২ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০ দশমিক ১০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৩ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।