ঢাকা: চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগ ৩২৮ শতাংশ বেড়েছে। যা ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ।
ডিএসই’র তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ডিএসই’র মাধ্যমে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা মোট লেনদেন করেছেন ৫২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছেন ৪০৩ কোটি ১৫ লাখ টাকার এবং বিক্রি করেছেন ১২৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
সুতরাং, জানুয়ারি মাসে ডিএসইতে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৮ কোটি ৩৬ লাখ টাকা।
২০১৩ সালের ডিসেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা মোট লেনদেন করেছিলেন ১৬০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। যার মধ্যে ১১২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ক্রয় এবং ৪৭ কোটি ৮৪ লাখ টাকা শেয়ার বিক্রয় বাবদ।
সুতরাং, ডিসেম্বরে ডিএসইতে নিট বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ৬৪ কোটি ৯৪ লাখ টাকা।
এর ফলে এক মাসের ব্যবধানে ডিএসইতে নিট বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২১৩ কোটি ৪২ লাখ টাকা বা ৩২৮ শতাংশ। যা ২০১৩ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ।
আলোচ্য মাসে বিদেশি বিনিয়োগের নিট পরিমাণ ছিল ৩৩৯ কোটি ৪৯ লাখ টাকা।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায়, সব কোম্পানির শেয়ার দর কম থাকায়, বাজারে ব্যাংকগুলোর সক্রিয়তা বৃদ্ধি, বাজার স্থিতিশীলতায় সরকারের ইতিবাচক মনোভাব এবং বড় ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের সক্রিয়তায় শেয়ারবাজার বেশ স্বাভাবিক আচরণ করছে। ফলে এ বাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা ফিরে পেয়েছেন।
এ ধারা অব্যাহত থাকলে সামগ্রিক পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা তাদের।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪