ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোন’র পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ এপ্রিল, সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, উম্মে কুলসুম সড়ক, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ দশমিক ৮৯ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ দশমিক ০৬ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৬ টাকা।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪