ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের বিনিয়োগকারীদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।


 
রোববার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বিনিয়োগকারীদের সম্মতির জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে ৩০ মার্চ। এছাড়া রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৪ দশমিক ৮৯ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।