ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ১০০ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
বুধবার কোম্পানির বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৪ টাকা।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪