ঢাকা: প্রায় ১৩ বছর স্থগিত থাকার পর ১৯৯৬ সালের ভয়াবহ শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া একটি মামলার বিচার কাজ শুরু করেছেন আদালত।
সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটির বিচার কাজ শুরু হয়।
মামলার বাদী সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন পরিচালক এম এ রশিদ খানের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে পুনরায় শুরু হয়।
মামলার দুই আসামি এসইএস কোম্পানি নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুনা আলম ও পরিচালক সাবিথ সিদ্দিকী আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
একই সঙ্গে আগামী ৩১ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন আহমেদ মামলা শুরুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেয়ার বাজার কেলেঙ্কারির পর ১৯৯৭ সালে দায়ের হওয়া ওই মামলায় ১৯৯৯ সালের ১৫ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর উচ্চ আদালতের নির্দেশে প্রায় ১৩ বছর মামলাটি স্থগিত ছিল।
সম্প্রতি স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ফের মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
মামলার বাদী এম এ রশিদ খান জানান, ১৯৯৬ সালে শেয়ার বাজার কেলেঙ্কারির পর এ বিষয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্তে এসইএস কোম্পানির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়। এরপর ১৯৯৭ সালের ২ এপ্রিল আদালতে একটি মামলা করা হয় বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪