ঢাকা: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া ফার কেমিক্যাল কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১০ মার্চ থেকে জমা নেওয়া শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার এ তথ্য জানা গেছে।
স্থানীয় বিনিয়োগকারীরা আগামী ১৬ মার্চ ও প্রবাসী বিনিয়োগকারীরা
আগামী ২৫ মার্চ পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন জমা দিতে পারবেন।
ফার কেমিক্যাল কোম্পানি বাজারে ১০ টাকা অভিহিত মূল্যে মোট ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে। পুঁজিবাজার থেকে শেয়ার ছেড়ে মোট ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানিটির মূলধন এবং উৎপাদন বাড়ানোর কাজে ব্যয় করা হবে।
গত ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৫ টাকা।
কোম্পানির ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪