ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩:২ হারে রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি করে রাইট শেয়ার কিনতে পারবেন শেয়ারহোল্ডাররা।
সিদ্ধান্তটি নিয়ন্ত্রক সংস্থা সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রায়োজন।
এছাড়া ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাফকো স্পিনিংয়ের রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোনো প্রিমিয়াম ধরা হয়নি।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ এপ্রিল বেলা ১১টায় হবিগঞ্জের কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ১৪ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ দশমিক ৮৮ টাকা।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪