ঢাকা: অবশেষে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমাতে যাচ্ছে ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এখন থেকে শেয়ার ক্রয় করার পর তৃতীয় কার্যদিবসে তা বিক্রি করা যাবে।
আমাগী ১৬ এপ্রিল থেকে ডিএসইতে ‘টি প্লাস টু স্যাটলমেন্ট সিস্টেম’ চালু করা হবে।
রোববার সকল ট্রেকহোল্ডারকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে ডিএসই।
চলতি মাসের শুরুর দিকে লেনদেন নিষ্পত্তি সংক্রান্ত বিধিমালা স্যাটলমেন্ট অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশন রেগুলেশন-১৯৯৮ সংশোধন করা হয়। কিন্তু তাতে বিদেশি বিনিয়োগকারীদের হয়ে লেনদেন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কাস্টোডিয়ান ব্যাংকগুলো আপত্তি জানায়। ফলে থমকে যায় ‘টি প্লাস টু স্যাটলমেন্ট সিস্টেম’ চালুর প্রক্রিয়া।
পরে কাস্টোডিয়ান ব্যাংকগুলোর সঙ্গ বৈঠক করে ডিএসই। বৈঠকে কাস্টোডিয়ান ব্যাংকগুলো টি প্লাস টু চালুর বিষয়ে সম্মতি দেয়।
নতুন নিয়ম অনুসারে ‘এ’, ‘বি’ ও ‘এন’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পন্ন হবে ‘টি প্লাস টু’ অনুযায়ী। একজন বিনিয়োগকারী শেয়ার কেনার পর তৃতীয় কার্যদিবসে তার বিও হিসাবে ওই শেয়ার জমা হবে। একইভাবে কোনো বিনিয়োগকারী শেয়ার বিক্রি করলে তৃতীয় কার্যদিবসে তার মূল্য পাবেন। আগে শেয়ার ও মূল্য পাওয়া যেত চতুর্থ দিনে।
তবে জেড ক্যাটাগরির শেয়ার আগের মতই টি প্লাস নাইন হিসাবে লেনদেন হবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪