ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১ঃ১ হারে রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থাৎ শেয়ারহোল্ডারদের একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ৫ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ এপ্রিল রাজধানীর ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৮ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪