ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া পেনিনসুলা চিটাগং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ মার্চ।
সাধারণ বিনিয়োগকারীরা আগামী ৩ এপ্রিল এবং প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিহিত মূল্য ১০ টাকা ও ২০ টাকা প্রিমিয়ামসহ শেয়ার প্রতি মোট ৩০ টাকা করে সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।
এ কোম্পানির শেয়ারের মার্কেট লট ২০০টি শেয়ারে।
অর্থাৎ প্রতি লটের জন্য বিনিয়োগকারীদের ৬ হাজার টাকা জমা দিতে হবে।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ৫ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে মোট ১৬৫ কোটি টাকা সংগ্রহ করবে।
সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান হোটেল সম্প্রসারণ ও চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন আরও একটি নতুন হোটেল নির্মাণ করবে।
এছাড়া আইপিওর অবশিষ্ট অর্থে ব্যাংক ঋণ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।
গত ৩০ জুন ২০১৩ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৯ টাকা এবং পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৩ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লঙ্কা-বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪