ঢাকা: সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫১৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে কোনো প্রিমিয়াম ধার্য করা হয়নি।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ফ্যাক্টরির ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, গ্যাস জেনারেটর ক্রয়, ব্যাংক লোন পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাব বাবদ ব্যয় করবে।
গত ৩০ জুন ২০১৩ শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসেব অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ দশমিক ১১ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪