ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি) কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের গত ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৪) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে মোট ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল মোট ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ৮ দশমিক ৯০ টাকা।
সুতরাং চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে মাত্র ৩ লাখ টাকা।
এছাড়া গত নয় মাসে (জুলাই-২০১৩ থেকে মার্চ-২০১৪) কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬১ টাকা।
গত বছরের একই সময়ে (জুলাই-২০১২ থেকে মার্চ-২০১৩) কোম্পানির কর পরবর্তী লোকসান দাঁড়িয়েছিল ১৩ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩৩ টাকা।
এ পর্যন্ত কোম্পানির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৭ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা,এপ্রিল ১০, ২০১৪