ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

উভয় স্টকে কমেছে সূচক- লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
উভয় স্টকে কমেছে সূচক- লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ও লেনদেন কমে এ দিনের কার্যক্রম শেষ হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ২৮ লাখ টাকার।

গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
অন্যদিকে, অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)রোববার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ টাকার। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
রোববার ডিএসইতে খাত ভিত্তিক মোট লেনদেনে জ্বালানি খাতের অবদান ১৬ দশমিক ৭২ শতাংশ, টেক্সটাইল খাতের ৯ দশমিক ৬৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ১ দশমিক ৫৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাত ১২ দশমিক ৩৬ শতাংশ, আর্থিক প্রাতিষ্ঠান খাত ৩ দশমিক ০৯ শতাংশ, ব্যাংক ৭ দশমিক ১৭ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত ৯ দশমিক ৬৬ শতাংশ, প্রকৌশল ৫ দশমিক ৯৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক ৬ দশমিক ৯৬ শতাংশ, সিমেন্ট খাত ১২ দশমিক ৮৬ এবং ইন্স্যুরেন্স খাতের অবদান ৩ দশমিক ৫৭ শতাংশ।
 
রোববার সাড়ে ১০টায় নিয়মিতভাবে ডিএসই’র লেনদেন শুরু হয়। কিন্তু মাত্র ১৫ মিনিট লেনদেন হওয়ার পর হঠাৎ সার্ভারে সমস্যা দেখা যায়। ফলে ডিএসই কর্তৃপক্ষ সাময়িকভাবে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
 
সার্ভারের ত্রুটি সমাধান করে বেলা ১টা ২০ মিনিটে পুনরায় লেনদেন শুরু হয়। তবে লেনদেন শেষ হয় ২টা ৪৫ মিনিটে। অন্যদিন ডিএসই লেনদেন শেষ হতো আড়াইটায়।

ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৭৭ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক প্রায় ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৬৮টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তীত রয়েছে ২৮টির দাম।
 
রো্ববার ডিএসইতে টাকার ভিত্তিতে লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হাইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনেটা লিমিটেড, ফ্যামিলি টেক্সটাইল, বাংলাদেশ শিপিং  কর্পোরেশন এবং যমুনা অয়েল।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৮৬৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১ হাজার ৮৮৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৪ হাজার ১২৮ পয়েন্টে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।