ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষকে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজি উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫১৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা মূল্যে বাজারে এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করবে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে প্রায় ৩৫ কোটি টাকা।
উত্তোলিত টাকা নতুন ইউনিট স্থাপন, মেশিনারিজ ক্রয় এবং মেয়দী ঋণ পরিশোধ ও আইপিওর কাজে ব্যয় করা হবে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ২৯ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ( আইসিবি)।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪