ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন কমেছে ৪৫ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
ডিএসইতে লেনদেন কমেছে ৪৫ কোটি টাকা

ঢাকা :  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন হয়েছে মোট ৩৯৯ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস গত বৃহস্পতিবারের চেয়ে যা প্রায় ৪৫ কোটি টাকা কম।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৬ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০.৬০ পয়েন্ট কমে ১ হাজার ৩৪.৩২ পয়েন্টে দাঁড়ায়।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৫ পয়েন্টে ওঠে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১ পয়েন্টে দাঁড়ায়।

পরবর্তীতে দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৮ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫.০৯ পয়েন্টে দাঁড়ায়।

রোববার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩৯৯ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকা। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, মেঘনা পেট্রোলিয়াম, হাইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক, তিতাস গ্যাস, গ্রামীণফোন, পদ্মা অয়েল, এবি ব্যাংক, বিডি বিল্ডিং ও ইউসিবিএল।

এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৮০ পয়েন্টে ওঠে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১২ হাজার ২৬ পয়েন্টে স্থির হয়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩১ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১৪১ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৪ (আপডেট ১৫০৪ ঘণ্টা)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।