ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের এসিআই লিমিটেড কোম্পানির শেয়ার দর সপ্তাহের প্রথম শেষ দিন সবচেয়ে বেশি বেড়েছে।
এদিন কোম্পানির প্রতি শেয়ারের দর বেড়েছে ১৫ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ১৯ শতাংশ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
তবে গত দুই দিন ধরে এসিআই লিমিটেডের শেয়ার দর বাড়ায় এবং সর্বশেষ বৃহস্পতিবার ১৫ টাকার ওপরে বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ ব্যাপারে বাজার বিশ্লেষকরা বলেন, কোম্পানিটির পি/ই রেশিও ১৩২। সুতরাং এ শেয়ারে বিনিয়োগ করে কতটা লাভ পাওয়া যাবে। সে ব্যাপারে সংশয় রয়েছে। যদিও প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরির ও গত অর্থবছরে ভালো মুনাফা করেছে।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল চলতি অর্থবছরে তালিকাভুক্ত হওয়া এএফসি অ্যাগ্রো বায়োটেড লিমিটেড। কোম্পানির শেয়ার দর সাড়ে ৩ টাকা বা ৭ দশমিক ০১ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৩ টাকা ৪০ পয়সায়। দিনভর এ শেয়ারের দর ৪৯ টাকা ৬০ পয়সা থেকে ৫৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।
এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল ২০১০ সালে শেয়ারবাজার ধসের সময় আলোচিত ন্যাশনাল ব্যাংকের শেয়ার। দর বাড়ার চতুর্থ স্থানে ছিল ম্যারিকো, পঞ্চম বার্জার পেইন্টস বাংলাদেশ, ষষ্ঠ রেনেটা, সপ্তম গ্লাস্কো স্মিথক্লাইন, অষ্টম জিপিএইচ ইস্পাত, নবম সিটি ব্যাংক ও দশম লিন্ডে বাংলাদেশ।
বাংলাদেশ সময় : ১৮০৫ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৪