ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৯০০ ভাগ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।
এর মধ্যে ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে সময় ও স্থান পরে নোটিশ আকারে জানানো হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুলাই।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ৯০ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ দশমিক ৯৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১৬ টাকা।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪