ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে তাদের স্ব স্ব বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট : কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) দেয়ার সুপারিশ করেছে।
আগামী ২৮ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর গুলশানে হোটেল লেকসোরে এ সভা শুরু হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের নেট মুনাফা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫৭ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ দশমিক ৪০ টাকা।
এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড : কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেয়ার সুপারিশ করেছে।
আগামী ১২ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিনিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সভা শুরু হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ০৩ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১২ দশমিক ৩৪ টাকা।
বাংলাদেশ সময় : ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪