ঢাকা: আর্থিক খাতের ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার কিনতে বিনিয়োগকারীদের কোনো লোন সুবিধা না দেয়ার জন্য স্টক ব্র্রোকার ও মার্চেন্ট ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এ শেয়ারে বিনিয়োগের জন্য ঋণ সুবিধা না দেয়ার অনুরোধ জানানো হয়।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০০৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক নির্দেশনা অনুযায়ী এই অনুরোধ জানানো হয়।
ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। তাই কোম্পানিটি ইতিমধ্যে জেড ক্যাটাগরিতে নেমে গেছে।
বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪