ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভার আহ্বান করেছে। কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, রূপালী ব্যাংক, সিএমসি কামাল ও মুন্নু জুট স্ট্যাফলার্স।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায় বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ সভা হবে।
একইদিন বিকেল ৩টায় রূপালী ব্যাংকের ও বিকেল ৪টায় সিএমসি কামালের ও বিকেল সাড়ে ৩টায় মুন্নু জুট স্ট্যাফলার্সের পর্ষদ সভা হবে।
বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪