ঢাকা: টানা দুই কার্যদিবস দর বেড়ে ট্যানারি ইন্ডাস্ট্রিজ খাতের বাটা সু কোম্পানির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে।
মঙ্গলবার কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ৬৮ টাকা বা ৬ দশমিক ২৪ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের কোহিনুর কেমিক্যাল। কোম্পানির শেয়ার দর ২৮ দশমিক ১ টাকা বা ৮ দশমিক ৬৫ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৫৩ টাকায়। দিনভর এ শেয়ারের দর ৩৩৬ টাকা থেকে ৩৫৩ টাকায় ওঠানামা করে।
এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, চতুর্থ দেশবন্ধু, পঞ্চম এএফসি অ্যাগ্রো, ষষ্ঠ লিন্ডে বাংলাদেশ, সপ্তম বার্জার পেইন্টস বাংলাদেশ, অষ্টম আরামিট, নবম ম্যারিকো ও দশম রেনেটা।
বাংলাদেশ সময় : ১৭০১ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৪