ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে বাটা সু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
দর বাড়ার শীর্ষে বাটা সু

ঢাকা: টানা দুই কার্যদিবস দর বেড়ে ট্যানারি ইন্ডাস্ট্রিজ খাতের বাটা সু কোম্পানির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে।

মঙ্গলবার কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ৬৮ টাকা বা ৬ দশমিক ২৪ শতাংশ।

  দিনভর বাটা সু-এর শেয়ার দর ১০৯৯ টাকা থেকে ১১৫৬ দশমিক ৯ টাকায় ওঠানামা করে। সর্বশেষ এ শেয়ার লেনদেন হয় ১১৫৬ দশমিক ৯০ টাকায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের কোহিনুর কেমিক্যাল। কোম্পানির শেয়ার দর ২৮ দশমিক ১ টাকা বা ৮ দশমিক ৬৫ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৫৩ টাকায়। দিনভর এ শেয়ারের দর ৩৩৬ টাকা থেকে ৩৫৩ টাকায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, চতুর্থ দেশবন্ধু, পঞ্চম এএফসি অ্যাগ্রো, ষষ্ঠ লিন্ডে বাংলাদেশ, সপ্তম বার্জার পেইন্টস বাংলাদেশ, অষ্টম আরামিট, নবম ম্যারিকো ও দশম রেনেটা।

বাংলাদেশ সময় : ১৭০১ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।