ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শেষ মুহূর্তে বাড়ল সূচক ও লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
শেষ মুহূর্তে বাড়ল সূচক ও লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন বুধবার শেষ মুহূর্তে লেনদেনের পরিমাণ বেড়েছে। শেষ ঘণ্টায় শেয়ার কেনার চাপের প্রভাব পড়েছে দরেও।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিনও সূচক কমেছে।

প্রথম তিন কার্যদিবসে সূচক কমার পর চতুর্থ কার্যদিবসে ডিএসইর সূচক ও লেনদেন উভয়ই বাড়ল।

তবে আগের তিন কার্যদিবসে লেনদেনের শুরুতে সূচক বাড়লেও এদিন কমেছে। একই সঙ্গে বুধবার লেনদেনেও শুরুতে মন্থর গতি লক্ষ্য করা গেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ০.১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৬.৮৫ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন লেনদেনের শুরুতে সকাল সাড়ে ১০টায় ডিএসইর মূল্যসূচক কমে। তবে পাঁচ মিনিট পর ঊর্ধ্বমুখী হয় সূচক। পরবর্তী পাঁচ মিনিটে অর্থাৎ ১০টা ৪০ মিনিটে ফের কমে যায় সূচক।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫২ পয়েন্ট হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮ পয়েন্টে দাঁড়ায়।

বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯ পয়েন্টে অবস্থান করে।

দুপুর সোয়া ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৯ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৬১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১০ পয়েন্টে দাঁড়ায়।

বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

লেনদেন হয়েছে মোট ৪৩৬ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩৮৭ কোটি ৫৮ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এসিআই, রেনেটা, বিএসসিসিএল, গ্রামীণফোন, মতিন স্পিনিং, ইএইচএল, হাইডেলবার্গ সিমেন্ট, বাটা সু, ডেল্টা স্পিনিং ও সিভিও পেট্রোকেমিক্যাল।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৭৮০ পয়েন্টে নেমে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ১১ হাজার ৭০৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩২ কোটি ৯৯ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৪/আপডেটেড ১৪৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।