ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেনি।
কোম্পানির বোর্ড সভায় এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন বেলা ১১টায় রাজধানীর গুলশান ১-এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ দশমিক ২৮ টাকা।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪