ঢাকা : লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ৪ মে দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
লভ্যাংশ সংক্রান্ত কারণে ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল কোম্পানি দুটির শেয়ার লেনদেন স্পট মার্কেটে চলে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৪ মে।
সমাপ্ত অর্থবছরে ন্যাশনাল হাউজিং সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অপরদিকে প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪