ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের শেয়ার হস্তান্তরে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বর্তমান বাজারে শেয়ার লেনদেন পদ্ধতির বাইরে এ শেয়ার হস্তান্তর করতে চাচ্ছে এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক। আর বিএসইসি তালিকাভুক্তি আইনের ৪২(২)(বি) ধারা বলে সে বিষয়ে সম্মতি দিয়েছে।
আরও জানা যায়, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মাদ আলী তার কাছে থাকা শেয়ার থেকে মোট ১০ লাখ শেয়ার ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে হস্তান্তরের প্রস্তাব করে। যা বিএসইসি সম্মতি জ্ঞাপন করেছে। সুতরাং এনসিসি ব্যাংকের পরিচালকের লেনদেনের বাইরে শেয়ার হস্তান্তরের আর কোনো বাধা রইল না।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪