ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সূচক ও শেয়ার দর উভয় নিম্নমুখী ছিল।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৬ পয়েন্টে ওঠে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২ পয়েন্টে স্থির হয়।
সোমবার লেনদেনের শুরুতে সকাল সাড়ে ১০টায় ডিএসইর মূল্যসূচক বাড়ে। তবে দশ মিনিট পরই কমতে থাকে সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৫০২ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে ১ হাজার ৬৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ০৩ পয়েন্টে স্থির হয়।
দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে ১ হাজার ৬৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২ পয়েন্টে দাঁড়ায়।
দুপুর ১২টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭ পয়েন্টে উঠে আসে।
দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩ পয়েন্টে স্থির হয়।
সোমবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
লেনদেন হয়েছে মোট ৩৬৮ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩২৯ কোটি ৯৪ লাখ টাকা।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, মতিন স্পিনিং, হাইডেলবার্গ সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন, অলিম্পিক, মেঘনা পেট্রোলিয়াম, গোল্ডেন সন, ইস্টার্ন হাউজিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।
এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭৮ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫২ পয়েন্টে স্থির হয়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
লেনদেন হয়েছে মোট ২৫ কোটি ৭০ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১১৯ ঘণ্টা, মে ০৫, ২০১৪/আপডেটেড ১৪৪৬ ঘণ্টা