ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ইউনাইটেড পাওয়ারের দর প্রস্তাব শুরু ১৮ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ৬, ২০১৪
ইউনাইটেড পাওয়ারের দর প্রস্তাব শুরু ১৮ মে

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে ইউনাইটেড পাওয়ার কোম্পানির শেয়ার বিক্রির জন্য দর প্রস্তাব গ্রহণ শুরু হবে আগামী ১৮ মে থেকে। এ শেয়ার বিক্রয়রে জন্য আগামী ১৮ থেকে ২০ মে পর্যন্ত দর প্রস্তাব জমা নেওয়া হবে।


 
দর প্রস্তাবে অংশ নেওয়ার জন্য সব যোগ্য প্রাতিষ্ঠানকে আগামী ১৫ মে বিকেল ৪টার মধ্যে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড’ বরাবর ৫ হাজার টাকা পে অর্ডার জমা দিতে হবে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
 
জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে শেয়ার ছাড়বে ইউনাইটেড পাওয়ার। এ পদ্ধতি অনুসারে প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।
 
আরও জানা যায়, আগামী ১৮ মে দুপুর ২ টা থেকে ২০ মে দুপুর ২ টা পর্যন্ত আগ্রহী যোগ্য প্রতিষ্ঠানগুলো শেয়ারের জন্য দর প্রস্তাব দিতে পারবে। দর প্রস্তাবের সঙ্গে প্রস্তাবিত শেয়ারের ক্রয়মূল্যের ২০ শতাংশ অর্থ জমা দিতে হবে।
 
বুক বিল্ডিং পদ্ধতির অংশ হিসেবে গত বছরের শেষভাগে কোম্পানির শেয়ারের নির্দেশক মূল্য (ইনডিকেটিভ প্রাইস) নির্ধারণ করা হয়েছে। কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের নির্দেশক মূল্য ঠিক হয়েছে ৬০ টাকা।
 
নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নির্দেশক মূল্যের ২০ শতাংশ কম বা বেশি পর্যন্ত দর প্রস্তাব করতে পারবে। এ হিসেবে শেয়ারটির সর্বোচ্চ দর ওঠতে পারে ৭২ টাকা। আর সর্বনিম্ন দর ৪৮ টাকা।
 
যে দামে প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি শেষ হবে সেই দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করতে পারবে কোম্পানিটি। তবে কোম্পানি কর্তৃপক্ষ চাইলে তার চেয়ে কম মূল্যেও সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে পারবে।
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।