ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রেকর্ড ডেট পরিবর্তনের সম্মতি পায়নি এশিয়া প্যাসিফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ৭, ২০১৪
রেকর্ড ডেট পরিবর্তনের সম্মতি পায়নি এশিয়া প্যাসিফিক

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট পরিবর্তনের সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর আগে কোম্পানিটির রেকর্ড ডেট ৮ মে তারিখের পরিবর্তে আগামী ১২ জুন করার জন্য বিএসইসির কাছে আবেদন করা হয়েছিল।

তারিখ পরিবর্তন না করায় এখন আগের নির্ধারিত রেকর্ড ডেট ৮ মে তারিখই বহাল থাকলো।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে রেকর্ড ডেট পরিবর্তন না হওয়ায় কোম্পানিটির লেনদেন বুধবার স্পট মার্কেটে চলছে। বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে এশিয়া প্যাসিফিকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে।

আগামী ১৪ আগস্ট এশিয়া প্যাসিফিকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।