ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার বরাদ্দ দিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
কোম্পানি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩ টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে এই ড্র অনুষ্ঠিত হবে।
আইপিও-এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৪০ কোটি টাকা।
কোম্পানিটি পুঁজিবাজারে মোট ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার ছাড়ছে। এর মধ্যে ১৫ টাকা প্রিমিয়াম ও ১০ টাকা ফেস ভ্যালুসহ মোট ২৫ টাকা ইসুমূল্যে এ শেয়ার কিনতে হবে বিনিয়োগকারদের।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও বাবদ খরচ করবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৩২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ২৪ দশমিক ৫৮ টাকা।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ০৭, ২০১৪