ঢাকা: অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রি করতে ভারত সঞ্চার নিগাম লিমিটেডের (বিএসএনএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
গত ১২ মে বিএসসিসিএল এই চুক্তি সই করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট (জিবিপিএস) ডাটা ট্র্যান্সফার সংবলিত ব্যান্ডউইথ রফতানি করা হবে। এ ব্যাপারে সব বাণিজ্যিক দেন-দরবার সম্পন্ন হলে দ্রুত চূড়ান্ত চুক্তি করা হবে বলে বিএসসিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যান্ডউইথ রফতানির সংযোগ লাইন বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত থাকবে।
জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে বাংলাদেশে অব্যবহৃত ২০৮ গিগাবাইট ব্যান্ডউইথ থেকে ৫০ গিগাবাইট ব্যান্ডউইথ ভারতে রফতানি করা হবে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৪