ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত দুই ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রগতি ইন্স্যুরেন্স: গত ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত (জানুয়ারি থেকে মার্চ-২০১৪) প্রথম প্রান্তিকে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৬৬ টাকা।
অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৬৬ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ দশমিক ২৬ টাকা।
সুতরাং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা কমেছে ৩ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় কমেছে ৬০ পয়সা। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: গত ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত (জানুয়ারি থেকে মার্চ-২০১৪) প্রথম প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৬১ টাকা।
অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান ছিল ০ দশমিক ৫৬ টাকা।
সুতরাং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা বেড়েছে ২০ কোটির কিছুটা বেশি এবং শেয়ার প্রতি আয় বেড়েছে ৫ পয়সা।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মে ১১, ২০১৪