ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড এখন থেকে জ্বালানি খাতের কোম্পানি হিসেবে বিবেচিত হবে।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কোম্পানিটির খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া কোম্পানিটি এখন থেকে বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ১২ মে থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে খাত পরিবর্তনের আবেদন জানিয়েছিল।
জানা গেছে, গ্যাস ফিল্ডের নির্গত তরল থেকে পরীক্ষামূলক জ্বালানি উৎপাদনের লক্ষ্যে কনডেনসেট প্ল্যান্ট উদ্বোধন করেছে সিভিও পেট্রো কেমিক্যাল। পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে সম্পন্ন হওয়ায় পূর্ণ জ্বালানি উৎপাদন করছে কোম্পানিটি। গ্যাস ফিল্ডের নির্গত তরল থেকে প্রতিদিন ১৫০ মেট্রিক টন জ্বালানি তেল উৎপাদন করবে কোম্পানিটি।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৪