ঢাকা: নির্দেশনা অনুযাযী যেসব কোম্পানির উদ্যোক্তা বা পরিচালক দুই শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে সেসব কোম্পানির পরিচালকদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক, সব পরিচালক ও সচিবকে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, মুন্নু সিরামিক, ইনটেক অনলাইন লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, বিচ হ্যাচারি, ইমাম বাটন, প্রগতি ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড সিরামিক।
২০১১ সালের ২২ নভেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের নিজ প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা দেয় বিএসইসি। যেসব উদ্যোক্তা/পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হবেন, তারা কোম্পানিতে থাকতে পারবেন না। আর যেসব কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার থাকবে না, সেসব কোম্পানি পুনরায় বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে না বলে নির্দেশনা জারি করে বিএসইসি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ১১, ২০১৪