ঢাকা: প্রায় তিনমাস পর লেনদেনে ফিরেই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে ওষুধ ও রসায়ন খাতের ফার্মা এইড কোম্পানি লিমিটেড। এদিন এর শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে।
এদিন কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ১৭ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। দিনভর ফার্মা এইডের শেয়ার দর ১৮০ টাকা থেকে ১৯৮ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৯৮ টাকা ৭০ পয়সায়।
গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটির শেয়ার লেনদেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ডিএসইর প্রতিনিধিদলকে কারখানা পরিদর্শন করতে না দেওয়ায় ফার্মা এইডের শেয়ার লেনদেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে কোম্পানিটি যদি তাদের ভুল স্বীকার করতো, তাহলে পরদিনই লেনদেন চালু করা সম্ভব হতো বলে জানায় ডিএসই।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানির শেয়ার দর ৩ টাকা বা ৫ দশমিক ৮৫ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৪ টাকা ৩০ পয়সায়। দিনভর এ শেয়ারের দর ৫০ টাকা ৮০ পয়সা থেকে ৫৬ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে।
এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল বেঙ্গল উইন্ডসোর, চতুর্থ প্যারামাউন্ট টেক্সটাইল, পঞ্চম দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ষষ্ঠ মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিল, সপ্তম পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অষ্টম আমরা টেকনোলজিজ লিমিটেড, নবম এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও দশম মতিন স্পিনিং মিলস।
বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, মে ১১, ২০১৪