ঢাকা : আর্থিক প্রতিষ্ঠান খাতের ‘বি’ ক্যাটাগরির ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সবচেয়ে বেশি বেড়েছে।
এদিন কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৭ টাকায়। দিনভর এ শেয়ারের দর ২৪ টাকা ৫০ পয়সা থেকে ২৭ টাকায় ওঠানামা করে।
এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল ডেল্টা স্পিনার্স লিমিটেড, চতুর্থ কোহিনুর কেমিক্যাল, পঞ্চম সিভিও পেট্রো কেমিক্যাল অ্যান্ড রিফাইনারি, ষষ্ঠ সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সপ্তম জেএমআই সিরিং অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস, অষ্টম ম্যারিকো বাংলাদেশ, নবম এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও দশম এইচ আর টেক্সটাইল।
বাংলাদেশ সময় : ১৭০২ ঘণ্টা, মে ১২, ২০১৪