ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য কোম্পানি ইউসিবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠান দুটির আবেদনের প্রেক্ষিতে বিএসইসি ইউসিবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টকে স্টক ডিলারের রেজিস্ট্রেশন সনদ দেয়। রেজিষ্ট্রেশন সনদ নং REG.-3.1/DSE-181/2011/487। ছয় ডিজিটের আইডি হচ্ছে DLRUCB ও কোম্পানি কোড হলো 200181 এবং ডিএসই সদস্য নং-১৮১।
এছাড়া এনএলআই সিকিউরিটিজকে স্টক ডিলারের রেজিস্ট্রেশন সনদ দেয় বিএসইসি। এর রেজিস্ট্রেশন সনদ নং REG. -3.1/DSE-244/2014/525। তিন ডিজিটের আইডি হচ্ছে NL এবং ডিএসই সদস্য নং-244।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪