ঢাকা : হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম দিনেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পায়।
নতুন কোম্পানির শেয়ার ‘এন’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসইতে এ কোম্পানির শেয়ারের ট্রেডিং কোড নির্ধারণ করা হয়েছে ‘HWAWELLTEX’ নামে এবং কোম্পানির কোড 17461।
আইপিওর মাধ্যমে ১০ টাকা ফেসভ্যালুর ২ কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে।
বস্ত্র খাতের হা-ওয়েল টেক্সটাইল কোম্পানি লিমিটেডের শেয়ার দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার সবচেয়ে বেশি বেড়েছে।
এদিন কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ৩৩ টাকা ৮০ পয়সা বা ৩৩৮ ভাগ। দিনভর হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৩৫ টাকা থেকে ৪৫ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৪৩ টাকা ৮০ পয়সায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল জেএমআই সিরিং অ্যান্ড মেডিকেল ডিভাইসে লিমিটেড। কোম্পানির শেয়ার দর ১৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ২৭ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৭৮ টাকায়। দিনভর এ শেয়ারের দর ১৬১ টাকা ৯০ পয়সা থেকে ১৭৯ টাকা ১০ পয়সায় ওঠানামা করে।
এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল কোহিনুর কেমিক্যালস, চতুর্থ সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, পঞ্চম স্ট্যান্ডার্ড সিরামিক, ষষ্ঠ লিগ্যাসি ফুটওয়্যার, সপ্তম রিলায়েন্স ইন্স্যুরেন্স, অষ্টম ফেডারেল ইন্স্যুরেন্স, নবম সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও দশম ইনটেক অনলাইল লিমিটেড।
বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪