ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

গোল্ডেন সনের রাইট শেয়ারে ২০ টাকা প্রিমিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৪
গোল্ডেন সনের রাইট শেয়ারে ২০ টাকা প্রিমিয়াম

ঢাকা : প্রকৌশল খাতের গোল্ডেন সন লিমিটেড বাজারে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

১ আর : ২ হারে কোম্পানিটি এই রাইট শেয়ার ছাড়বে।

অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারীরা প্রতি দু্ইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন।

২০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। অথচ কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। গত এক মাসে এ শেয়ার ৫০ থেকে ৫৭ টাকার মধ্যে লেনদেন হয়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, রাইট শেয়ারের মাধ্যমে টাকা তুলে গোল্ডেন সন ব্যবসা সম্প্রসারের কাজে ব্যয় করবে।

বিনিয়োগকারীদের কাছ থেকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন নেওয়ার জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় চট্টগ্রামের বোট ক্লাবে এই ইজিএম হবে। এজন্য রেকর্ড ডেট আগামী ২৭ মে।

পরবর্তী রেকর্ড ডেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

বাংলাদেশ সময় : ১১৪৭ ঘণ্টা, ১৫ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।