ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, ঢাকা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার, বিডি ওয়েল্ডিং ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিডি থাই অ্যালুমিনিয়াম : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর নেট মুনাফা হয়েছে ৯৯ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে বিডি থাই অ্যালুমিনিয়ামের মুনাফা হয়েছিল ৮৪ লাখ ৪৮ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ১৯ পয়সা।
ঢাকা ইন্স্যুরেন্স : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর নেট মুনাফা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ১ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৫ পয়সা।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর নেট মুনাফা হয়েছে ২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ৭০ পয়সা।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর নেট মুনাফা হয়েছে ৬৯ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০১ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ৫৮ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৭০ পয়সা।
সামিট পাওয়ার : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর নেট মুনাফা হয়েছে ৫১ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ৫০ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ৮৬ পয়সা।
বিডি ওয়েল্ডিং : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর নেট মুনাফা হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ১ কোটি ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ২৫ পয়সা।
সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড : গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর নেট মুনাফা হয়েছে ১৬ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ১৪ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ সময় : ১৩১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৪