ঢাকা : বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের দুই পরিচালক তাদের স্ত্রী ও সন্তানদের প্রায় সাড়ে ৬৭ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে জানানো হয়, জিবিবি পাওয়ার কোম্পানির পরিচালক শেখ মো. রফিকুল ইসলাম তার হাতে থাকা ৯৫ লাখ ২৫ হাজার ৫৩৭টি শেয়ার থেকে ৩৩ লাখ ৭২ হাজার ৫৩৮টি শেয়ার হস্তান্তর করবেন। এর মধ্যে কোম্পানিটির মনোনীত পরিচালক রফিকুল ইসলামের স্ত্রী শামীম আরা ইসলামকে ১৬ লাখ ৮৬ হাজার ২৬৯টি ও তার মেয়ে রিনতিয়া নাজিমকে ১৬ লাখ ৮৬ হাজার ২৬৯টি শেয়ার উপহার হিসেবে দেবেন।
অন্যদিকে কোম্পানিটির আরেক পরিচালক ফওজুল আকবর তার হাতে থাকা ৯৫ লাখ ২৫ হাজার ৫৩৭টি শেয়ার থেকে ৩৩ লাখ ৭২ হাজার ৫৩৮টি শেয়ার হস্তান্তর করবেন। এর মধ্যে কোম্পানিটির মনোনীত পরিচালক ফওজুলের স্ত্রী রেজিনা আকবরকে ১৬ লাখ ৮৬ হাজার ২৬৯টি ও তার ছেলে মোহাম্মদ তাইফুর হোসাইনকে ১৬ লাখ ৮৬ হাজার ২৬৯টি শেয়ার উপহার হিসেবে দেবেন।
এ বিষয়ে ডিএসইর অনুমোদনের দিন থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করবেন তারা উভয়ই।
বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, মে ২০, ২০১৪