ঢাকা : প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকিং খাতের আইসিবি ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচ্যুইটির জন্য কোনো সঞ্চিতি রাখেনি। ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের চাকরি বিধি অনুযায়ী- ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী ৫ থেকে ১০ বছর পর্যন্ত চাকরি করলে মূল বেতনের ৫০ শতাংশ, ১০ থেকে ১৫ বছরের জন্য ৭৫ শতাংশ এবং ১৫ বছরের বেশি সময় ব্যাংকে চাকরি করলে মূল বেতনের ১০০ শতাংশ পাওয়ার দাবিদার হবেন। তবে ব্যাংকটিতে শুরু থেকেই আর্থিক প্রতিবেদনে গ্র্যাচ্যুইটির জন্য কোনো সঞ্চিতি রাখা হয়নি।
এতে আরো বলা হয়, ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর ব্যাংকের ৭৭তম পর্ষদ সভায় নগদভিত্তিতে গ্র্যাচ্যুইটি হিসাব রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়ে চলে গেলে তার দাবি আয়-ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হবে।
বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, মে ২২, ২০১৪ ঘণ্টা